যশোরের মণিরামপুরের পল্লীতে ছিনতাইকারী সন্দেহে চারজনকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) যশোর-চুকনগর মহাসড়কের ঝালঝাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন ভোর আনুমানিক ৪টার দিকে যশোর থেকে সাতক্ষীরার বিনেরপোতায় যাওয়ার পথে একটি খালি মাছবাহী পিকআপ ছিনতাইকারীদের কবলে পড়ে। মোটরসাইকেলযোগে আসা ছয়জন ছিনতাইকারী পিকআপের গতিরোধ করে এবং চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। জনগন তাদের ধাওয়া করে দুটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করে। এসময় উত্তেজিত জনগণ তাদের গণপিটুনি দিয়ে মণিরামপুর থানার পুলিশে হস্তান্তর করে।
আটককৃতরা হলো, যশোর শহরের নলডাঙ্গা রোডের আক্তার খানের ছেলে ইমরান (২৭), নীলগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে মুক্তার হোসেন (২৪), আবাদ কচুয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইজজুল (২২), রামনগরের আজিজুল ইসলামের ছেলে আলী হোসেন (২১)। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে যায়, তারা একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।