খুলনা, বাংলাদেশ | ৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিল বিএনপি ও জামায়াত
  শ্রম আইন লঙ্ঘন : স্থায়ী নয় ২৩ মে পর্যন্ত জামিনে থাকবেন ড. ইউনূস
  ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩
পরিবারের সংবাদ সম্মেলন

ছাত্র অধিকার পরিষদের তেরখাদা সভাপতিকে তুলে নেয়ার অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক

ছাত্র অধিকার পরিষদের খুলনার তেরখাদা উপজেলা সভাপতি সাইফুল ইসলামকে সাদা পোশাকে কিছু ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৯ জুন) বিকালে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় সাইফুলের মা ও ভাই উপস্থিত ছিলেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে খুলনার তেরখাদা হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে সাইফুল ইসলামকে তুলে নিয়ে যায় সাদা পোষাকধারী ৮/১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় সাইফুলের বড় ভাই বায়োজিদ শেখ, স্থানীয় দোকানদার সাজ্জাদ, সাব্বির, মুন, কামাল, ইমদাদ, মাহমুদ, রাজু, শামীমসহ এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয়রা মাইক্রোবাসের সঙ্গে একটি বাইকে  তেরখাদা থানার এস আই অনুপ কুমারকে শনাক্ত করতে সক্ষম হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা তেরখাদা থানায় যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানান। পরে আমরা এস আই অনুপ কুমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সাইফুলকে নিয়ে গেছে।

সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শুক্রবার সকাল ১০টায় সাইফুল ইসলামের মা এবং ভাই বায়জিদকে নিয়ে আমরা পুলিশ সুপারের কার্যালয়ে যাই। পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তারা জানান সাইফুল ইসলাম নামে কাউকে তারা গ্রেপ্তার করেননি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাইফুলকে তুলে নেওয়ার পরবর্তী ৪৫/৫০ মিনিট তার মোবাইল খোলা ছিলো। পরে নম্বরটি বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে তেরখাদা থানার ওসি মো. জহুরুল আলম বলেন, অনেকের কাছ থেকে অভিযোগটি শুনেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।

এস আই অনুপ কুমারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন। পরে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

খুলনা গেজেট/ এইচ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!