বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সেক্রেটারি মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪ এর দ্বিতীয় অধিবেশনে তাকে শিবির সেক্রেটারি মনোনীত করা হয়।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। এর আগে খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে আলিম পাশ করেন তিনি।
অত্যন্ত মেধাবী ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা ও নেতৃত্ব দিয়েছেন।
সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ইতোপূর্বে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
খুলনা গেজেট/এমএম