খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

চৌগাছায় ৫ হাজার তালবীজ বপন করবে যুবলীগ

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে মুজিববর্ষে প্রাকৃতিক দুর্যোগ প্রশমন কল্পে উপজেলাব্যাপী ৫ হাজার তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের সদ্য খননকৃত ভৈরব নদের দুই পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়।

এদিন সকালে ভৈরব নদের দু’পাড়ে ৫শ’ এবং বিকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাগের মাঠ নামক দরগাহ শরিফের চারিদিকে ৫শ’ তালের আটি রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাস্টার তসলিমুর রহমান, প্রভাষক খালেদুর রহমান টিটো, হারুন অর রশিদ, এম শাহিন, নিতাই সরকার, আসাদুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসেম আলী, ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন মিলন, তুহিন হোসেন, রমজান আলী, ডালিম হোসেন, বাবু, ডবলু রহমান, নয়ন হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ মলি­ক, এইচ এম ফিরোজ, আশিকুর রহমান, অনিক মিত্র প্রমুখ।

উদ্যোক্তা দেবাশীষ মিশ্র জয় বলেন, যুবলীগ উপজেলাব্যাপী ধারাবাহিকভাবে ৫ হাজার তালবীজ রোপণ করবে। তারই অংশ হিসেবে এদিন কর্মসূচীর উদ্বোধন করা হলো।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!