খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পোল্ট্রিফিড ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা প্রতিনিধি

চৌগাছায় ড্রাগ লাইসেন্স ছাড়া গবাদি পশু ও হাস-মুরগীর ঔষধ ও খাবর বিক্রির অভিযোগে ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা কামিল মাদরাসা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ড্রাগ লাইসেন্স ছাড়া গবাদিপশু ও হাস-মুরগীর ওষুধ বিক্রির অভিযোগে কৃষ্ণ পোল্ট্রি ফিডের সত্বাধিকারীর কাছ থেকে ২০ হাজার টাকা ও খাবার বিক্রির অভিযোগে আরমান পোল্ট্রি ফিডের সত্বাধিকারীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ছাড়াও চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২০১০ সালের পশুখাদ্য আইনের ২এর (৪) ধারায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!