খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

চৌগাছায় পুকুরে ডুবে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর ও চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় পুকুরে নেমে গরু গোসল করাতে গিয়ে নিখোঁজ কৃষক প্রহল্লাদ ঘোষের (৬০) মৃতদেহ সাড়ে একুশ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ছোটকাকুড়িয়া গ্রামের আলাউদ্দিন মাস্টারের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়। তিনি স্বরূপদাহ ইউনিয়নের দিঘড়ী যুগলপাড়ার বাসিন্দা।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়েও তার মৃতদেহ উদ্ধার না হওয়ায় শনিবার সকালে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

গ্রামবাসী জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বোরো ধানের খেত তৈরির কাজ শেষে হালের গরু দুটি গোসল করাতে ওই পুকুরে নামেন প্রহল্লাদ ঘোষ। দুপুরে গরু দুটি বাড়িতে পৌঁছলেও প্রহল্লাদ আর ফেরেননি। দুপুর গড়িয়ে বিকেলেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খোজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

এসময় গ্রামের একব্যক্তি জানান, তাকে হাল চাষ শেষে গরু গোসল করাতে পুকুরে নামতে দেখেছেন। এ কথায় গ্রামের ১৮/২০ যুবক ওই পুকুরে নেমে খোঁজ করেও তার লাশ না পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। সেখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুকুরের গভীরতা দেখে ফায়ার সাভির্সের ডুবুরি দলকে খবর দেন। এরপর খুলনা থেকে ডুবুরিদলের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে রাত দশটা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।

কিন্তু তারা লাশ উদ্ধার করতে না পেরে রাত দশটায় উদ্ধার কাজ স্থগিত রেখে শনিবার সকাল নয়টায় আবারো উদ্ধার কাজ শুরু করে। এরপর সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ উদ্ধার হয়। বেলা সাড়ে দশটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল কদরের উপস্থিতিতে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সদস্যরা। বেলা ১১টার দিকে নিহতের বাড়িতে যান চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বাচ্চুর নেতৃত্বে পুলিশ সদস্যরা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি সমাহিত করার অনুমতি দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!