খুলনায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে ৩ এপিবিএন খুলনা। মঙ্গলবার (২৫ মার্চ) এপিবিএন’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেব্রুয়ারি মাসে ৩ এপিবিএন খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডির প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে সর্বমোট ১৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপিবিএন খুলনা হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিকাশ প্রতারণার শিকার ব্যক্তিকে আইনি সেবা প্রদান করে থাকে।
হারানো মোবাইল উদ্ধার এবং মালিকদের কাছে হস্তান্তরের সময় এপিবিএন ৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, এম এম সালাহউদ্দিন বলেন জনসাধারণের সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।
খুলনা গেজেট/ টিএ