বাগেরহাটের চিতলমারীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৩ জনকে আটক করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেন। আটককৃতদের শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন চিতলমারী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বিপ্লব বাড়ই (৩৫), চরবানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতিয়ার বাওয়ালী (৩০), বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হাসান ফকির (৫০)।
আটককৃত বিপ্লব বাড়ই উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত তারক চন্দ্র বাড়ইর ছেলে, আতিয়ার বাওয়ালী চরবানিয়ারী গ্রামের মো. মোছলেম উদ্দিন বাওয়ালীর ছেলে ও হাসান ফকির বড়বাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম