খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: খলিলুর রহমান
  বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

চিতলমারীতে সালিশী’র টাকা নিয়ে দু’দফা হামলায় আহত ১০, আটক ৯

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সালিশ বৈঠকে ধার্যকৃত জরিমানার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে সালিশদারের লোকজনের হামলায় বিএনপি ঘরানার ১০ জন আহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সকাল ৯ টায় ও শুক্রবার রাত সাড়ে ৯ টায় দুই দফা উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা তিনটি বসতবাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। পুলিশ উভয় পক্ষের ৯ জনকে আটক করেছে।

আহতরা হলেন- চরবানিয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল মোল্লা (৬৫), চরবানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সভাপতি বেল্লাল মীর (২৫), চরবানিয়ারী ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ফারুক মীর (২৭), চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল মোল্লা (৩৭), চরবানিয়ারী ইউনিয়ন যুবদলের নেতা এজাজ মোল্লা (৩৮), রুস্তম হাওলাদার (৫৫), হাফেজ মো. মোহর আলী (৬০), কাকলী বেগম (৪৫), রেজাউল মীর (৫০) ও আমীর আলী হাওলাদার (৬৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০ থেকে ১২ দিন আগে চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের আমীর আলী হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগমের একটি মুরগিতে প্রতিবেশী আবুল বাশার ও আবুল হোসেনের ক্ষেতের ধান খায়। এ নিয়ে আবুল বাশার ও আবুল হোসেন হোসনেয়ারা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় চরবানিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওহাব সরদার ও চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ সিদ্দিক সালিশ বৈঠক করে আবুল বাশার ও আবুল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। আবুল বাশার ও আবুল হোসেন শুক্রবার রাতে ৫০ হাজার টাকা সালিশদার ওহাব সরদারের হাতে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। এ সময় ওহাবের লোকজন আবুল বাশার ও আবুল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হয়।

এ ঘটনার জেরে শনিবার সকাল ৯ টার দিকে ওহাব সরদার এবং এস এ সিদ্দিকের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষ মোতালেব মীর, শুকুর মীর ও মোস্তাফা শেখের বসতবাড়ি এবং এনামুল মীরের দোকান, রফিকের সমিতি অফিস ও আল মামুনের বেকারী কারখানা ভাংচুর করে। এ সময় হামলাকারীদের মারপিটে মহিলাসহ আরও ৪ জন আহত হয়।

চরবানিয়ারী মুসলিম পাড়া গ্রামের মোস্তাফা শেখ ও আল মামুনসহ অনেকে বলেন, ‘ওহাব সরদার এবং এস এ সিদ্দিক তাঁদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এ তান্ডব চালিয়েছে। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই।’

‘ওহাব সরদার এবং এস এ সিদ্দিক বলেন, মুরগিতে সামান্য ধান খাওয়াকে কেন্দ্র করে হোসনেয়ারাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তার চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছিলাম। ওরা মাত্র ৪০ হাজার টাকা নিয়ে আসায় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওদের মার দিয়েছে।

চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস বলেন, এটা দলীয় কোন বিষয় নয়। এলাকার তুচ্ছ ঘটনা নিয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা উভয় পক্ষের ৯ জনকে আটক করেছি। আটককৃতদের আদালতে সোপর্দ করেছি। কোন পক্ষ লিখিত অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ পাওয়ার পর বরবর্তী ব্যবস্থা গ্রহল করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!