বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায় যোগদানের আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে এ সব কর্মসূচি পালিত হয়। সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ মিটিং-মিছিল ও মানবন্ধনে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০ আগস্ট বাগেরহাটের চিতলমারীর ছাত্র-জনতা তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসানের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। তখন কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবী মেনে নিয়ে মো. মামুন হাসানকে চিতলমারী থেকে প্রত্যাহার করেন। সেই থেকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূণ্য রয়েছে। কর্তৃপক্ষ সেই শূণ্য পদে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে পদায়ন করেছেন। চিতলমারীতে চিকিৎসক শর্মী রায়ের যোগদান বন্ধের দাবীতে বৃহস্পতিবার দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থী মো. সিয়াম রহমান, মো. আশিক শেখ ও রোজিনা আক্তার বলেন, ‘ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মোড়েলঞ্জের লোকজন ঝাড়– মিছিল করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক দূর্নীতিবাজকে তাড়িয়েছি। এখন পুনরায় আরেক দূর্নীতিবাজকে মেনে নিতে পারব না।’
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায় বলেন, ‘গতকাল (১৩ নভেম্বর) চিতলমারীতে বদলীর আদেশ পেয়েছি। যোগদানের বিষয়টি ওখানের মানুষের উপর নির্ভর করে। তারা যদি আমাকে গ্রহণ করতে না চায় তাহলে আমি যাব না। তবে মোড়েলগঞ্জে কোন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আমার বিরুদ্ধে মিছিল করেননি। একজন ব্যক্তি তার দূর্নীতি ধামাচাপা দিতে টাকা দিয়ে কিছু লোককে দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছেন। সুযোগ পেলে অবশ্যই চিতলমারীবাসির সেবা করব।’
বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে ডা. শর্মী রায়কে চিতলমারীতে বদলী করা হয়েছে। বদলীর ব্যপারে আমাদের কোন হাত নেই। তার বিরুদ্ধে মিটিং-মিছিল ও মানবন্ধন হয়েছে বলে শুনেছি। বদলী ঠেকাতে হলে ছাত্র প্রতিনিধিদের ডিজি (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বরাবর যোগাযোগ করতে হবে।’
খুলনা গেজেট/এএজে