বাগেরহাটের চিতলমারীতে রাইচ ট্রান্সপ্লান্টারের (ধান রোপন যন্ত্র) মাধ্যমে ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ উপজেলার রাজনগর এলাকায় এ ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বাগেরহাট খামারবাড়ির উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল ও সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।
অনুষ্ঠানের সঞ্চালক চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ জানান, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বোরো ধানের সমলয় চাষাবাদের প্রদর্শনী স্থাপনের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর সর্বমোট ৫০ একর জমিতে এ কার্যক্রমের আওতায় চাষাবাদ করা হবে। এতে সংযুক্ত থাকবেন ৭৯ জন কৃষক।
অনুষ্ঠানে উপজেলার সরকারি সকল দপ্তরের প্রধানগণ ও অত্র এলাকার কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।