বাগেরহাটের চিতলমারীতে পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে ৫ হাজার ২৮৭ জন ভিজিএফ’র চাল পাবেন। ভিজিএফ’র প্রতিটি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ উপজোলায় এবারের ঈদে উপজেলার ৭ টি ইউনিয়নে বরাদ্দকৃত চালের পরিমান ৫২. ৮৭০ মেট্রিকটন।
ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও সচিবরা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করেছেন। ইতিমধ্যে ৩ টি ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। বাকি ৪টি ইউনিয়নে আগামী ২৭ মার্চের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা ও খাদ্য গুদাম কর্মকর্তা মহাইমিনুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা জানান, এ বছর এ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ হাজার ২৮৭টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। প্রতি কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন। এ জন্য ৫২. ৮৭০ মেট্রিকটন চাল উপবরাদ্দ পাওয়া গেছে। এ গুলো ৭টি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। তারমধ্যে বড়বাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৫৩টি কার্ডের বিপরীতে ১০.৫৩০ মেট্রিকটন চাল, কলাতলা ইউনিয়নে ৮১৩টি কার্ডের বিপরীতে ৮.১৩০ মেট্রিকটন চাল, হিজলা ইউনিয়নে ৬৯৫টি কার্ডের বিপরীতে ৬.৯৫০ মেট্রিকটন চাল, শিবপুর ইউনিয়নে ৪৯০টি কার্ডের বিপরীতে ৪.৯০০ মেট্রিকটন চাল, চিতলমারী সদর ইউনিয়নে ১ হাজার ৭০টি কার্ডের বিপরীতে ১০.৭০০ মেট্রিকটন চাল, চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে ৫৬৭টি কার্ডের বিপরীতে ৫.৬৭০ মেট্রিকটন চাল ও সন্তোষপুর ইউনিয়নে ৫৯৯টি কার্ডের বিপরীতে ৫.৯৯০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান অথবা প্রশাসনিক কর্মকর্তার অনুকুলে ছাড় দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে চাল সরবরাহের আদেশ (ডি,ও) দিয়েছেন। ইতোমধ্যে সন্তোষপুর, বড়বাড়িয়া ও চরবানিয়ারী ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। বাকি চিতলমারী সদর, কলতালা, শিবপুর ও হিজলা ইউনিয়নে আগামী ২৭ মার্চের মধ্যে ভিজিএফ কার্ডের এ চাল বিতরণ করা হবে।
খুলনা গেজেট/ টিএ