খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব

চিতলমারীতে আবিরে রাঙিয়ে দোল উৎসব উদযাপিত

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দুধর্মাবলন্বীরা দোল উৎসব পালন করেছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে ঠাকুরের পায়ে আবির মাখিয়ে দোল উৎসব শুরু হয়। এ উপলক্ষে আবির রঙে রাঙিয়ে হোলি খেলায় মেতে উঠে সনাতন ধর্মের তরুণ-তরুণীসহ নানান বয়সের নারী পুরুষ।

এদিন বিভিন্ন বয়সের নারী পুরুষ উপজেলার গোড়ানালুয়া বাংলাদেশ শেবাশ্রম কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মন্দিরে ও বাড়িতে বাড়িতে হোলি খেলে আনন্দ উৎসব করেন। এ উৎসবের আনন্দ ভাগাভাগী করতে দেশের বিভিন্ন জেলার ভক্তরা ছুটে আসেন চিতলমারীর গোড়ানালুয়া বাংলদেশ সেবাশ্রমে। উৎসব উপলক্ষে সকাল ১০ টার দিকে নগরকীর্ত্তণ বের হয়। এ সময় তারা একে অপরকে রং-বেরঙ্গের আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

মন্দিরে আশা ভক্তরা বলেন, ‘দোল পূর্ণিমার এ দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সখিদের সাথে রংয়ের আবির দিয়ে আনন্দে মেতে ওঠেন। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির। এদিন প্রিয়জনসহ একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়ার দিন।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!