খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
  টানা দ্বিতীয় বিপিএল শিরোপা ফরচুন বরিশালের, ফাইনালে চিটাগং কিংসকে হারিয়েছে ৩ উইকেটে

চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ

গেজেট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপর সীমান্তে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরদ্ধে।

নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর এলাকার সেতাউরের রহমানের ছেলে।

দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান, শুক্রবার ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষিজমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ পাঁচ থেকে ছয়জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাকিরা চলে এলেও বারিকুলকে আটক করে বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের ভেতরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর ওপর তার লাশ ফেলে রাখে। লাশটি বর্তমানে সেখানেই রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। তাছাড়া পরিবারের সদস্যরাও আমাদের সাথে যোগাযোগ করেননি।’

ঘটনাটির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

সূত্র : ইউএনবি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!