আজ ৯ ফেব্রুয়ারি চকলেট ডে। চকলেট শুধু খেতেই মিষ্টি নয়, উপহার হিসেবেও খুব মিষ্টি। তাই আপনি যদি প্রেমিকাকে এই চকলেট উপহার দিয়েই থাকেন, তার ঠোঁটের কোণে হাসি আপনাকে জানান দেবে যে, তার রাগ একটু একটু কমেছে।
চকলেট উপহার দিন
ভ্যালেন্টাইনস উইকের একটি দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী চকলেট ডে হিসেবে উদযাপন করা হয়। দীর্ঘ সময় ধরে এই মিষ্টি উপহারটি প্রেমের সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সুন্দর উপহার হিসেবে এটি আপনি দিতেই পারেন। বিশেষ কোনও দিনের জন্যে অপেক্ষা করার প্রয়োজন নেই। তবে চকলেট ডে-তেই যদি প্রেমিকাকে চকলেট উপহার দেন, তবে তার আরও বেশি ভালো লাগে আর কী!
কীভাবে উপহার দেবেন চকলেট?
চকলেট খুব সহজেই উপহার দেওয়া যায়। তবে আপনি যদি সেই উপহারে একটু বিশেষ ছোঁয়া যোগ করতে চান, করতেই পারেন। এতে উপহার হিসেবে সেটি দেখতে আরও ভালো লাগে। সুন্দর রঙিন কাগজে সেই উপহার ব়্যাপ করে দিতে পারেন।
চকলেটের সঙ্গে একটি ফুল এবং চিরকুটে মনের কথা লিখে দিতে পারেন। প্রেমিকা যদি রাগ করে থাকেন, তবে সেই ছোট্ট চিরকুটে ভালোবাসার বার্তাও লিখে দিতে পারেন আপনি।
খুলনা গেজেট/এএজে