খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঘোড়ার ডিম

সুমন বিপ্লব

এক যুবক যাচ্ছে শশুর বাড়ি। সে ভীষণ বোকা। মাকে বলছে,
: মা আমি গিয়ে কি করব?
: সবাইকে সালাম করবে।
: আচ্ছা।
: এই টাকা গুলি নিয়ে যাও।
: কি কিনে নিয়ে যাব।
বার বার প্রশ্ন করায় মার হয়ে গেছে রাগ,
: ঘোড়ার ডিম কিনে নিয়ে যেও।
: আচ্ছা।
বোকা যুবক হাঁটতে হাঁটতে বাজারে এলো।
: ভাই ঘোড়ার ডিম আছে?
: জী না।
এমনি ভাবে অনেক দোকানে খুঁজল কোথাও পেলো না। এক চালাক লোক বুঝতে পারল বোকা লোক।
: আমার কাছে আছে। টাকা দাও।
একটি তরমুজ দিল। সেতো ওটাকে ঘোড়ার ডিম মনে করে শশুর বাড়ির দিকে ছুটে চলল। কিছু দূর যেতে পেটের মধ্যে চাপ শুরু হয়ে গেল। রাস্তার উপর ঘোড়ার ডিম রেখে বাগানে গেল। এক শিয়াল তরমুজ ভেঙ্গে খাওয়া শুরু করলো। দূর থেকে বোকা যুবক দেখল। সে চিৎকার করে
: আমার ডিম ঘোড়ার বাচ্ছা হয়ে গেছে। আনন্দে দৌড়ে আসতে লাগল। শিয়াল তাকে দেখে ভয়ে দৌড় মারল। সেও শিয়ালের পিছে পিছে দৌড়াতে থাকল। শিয়াল এক সময় একটি গর্তের মধ্যে গিয়ে লুকালো। বোকা যুবক গর্তের মধ্যে যেতে না পেরে গর্তের মুখের কাছে বসে রইল। শিয়াল এক সময় ঘুমিয়ে পড়ল। সে বসেই রইল। পাশ দিয়ে কেউ গেলে বলে,
: আমার ঘোড়ার বাচ্ছা এই গর্তে ঢুকে গেছে। বের করে দাও না।
: পাগল কোথাকার।
এক সময় সন্ধ্যা হয়ে এলো। সে শশুর বাড়ি গেল। বাড়িতে ঢুকে যাকে পায় তাকে সালাম করে। ছোট-বড়, চাকর-বাকর এমনকি বউকে সালাম করতে যাবে-
: কর কী?
: মা কইছে সবারে সালাম করতে।
: যাও ঘরে গিয়ে বস। আর পাগলামি কর না।
: জান বউ, মা কইছিল ঘোড়ার ডিম কিনতে। আমি বাজার থেকে কিনেছিলাম। পথে এসে বাচ্ছা হয়ে গেল।
: থাম, আর পাগলের মত কথা বলনা। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।
: পারলে একটি ঘোড়ার ডিম ভেজে নিয়ে এসো।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!