খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

ঘা‌ট এলাকায় যুবদল নেতা‌কে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মানিক হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকেলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনছুর হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাজ্জাদসহ দুইজনকে আটক করেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে ওএমএস এর চাল বিতরণে লাইন দেওয়াকে কেন্দ্র করে এক নারীর সঙ্গে মানিকের তর্ক হয়। ওই তর্কের জের ধরে পরে মারামারি হয়। এসময় কয়েকজন মানিককে ছুরি দিয়ে আঘাত করে। বুকের মাঝখানে এক জায়গায় এবং পেটের বা-পাশের সাইডে এক জায়গায় ছুরিকাঘাতে গুরুতর জখম হন তিনি৷ স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহুর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!