খুলনায় ডেভিল হান্টের অভিযানে দু’জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের একজন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান সাধন অধিকারী। অপরজন হলেন, রামপাল উপজেলার ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং খুলনা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য রুসাদ হোসেন অনিক। তাদের দু’জনকে দু’টি পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার গভীর রাতে নগরীর দোলখোলা মোড়ে অভিযান চালিয়ে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান সাধন অধিকারীকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৪ আগষ্ট মামলা নং ২ এ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীতা করার অভিযোগ রয়েছে। সাধন দোলখোলা মাহবুব ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত গুরুদাশ অধিকারীর ছেলে।
অপরদিকে ডেভিল হান্টের আরও এক অভিযানে রামপাল উপজেলা এবং নগর ছাত্রলীগের সক্রিয় সদস্য রুসাদ হোসেন অনিককে শিববাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীতা করার অভিযোগ রয়েছে। তাকে খুলনা থানার ২০২৪ সালে ১২ ডিসেম্বর দায়ের হওয়া ১৯ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। অনিক নিরালা নির্জন আবাসিক-১ এর মেহেদীর বাড়ির ভাড়াটিয়া মোজাফফর হোসেনের পুত্র।
খুলনা গেজেট/এইচ