খুলনা, বাংলাদেশ | ১৪ চৈত্র, ১৪৩০ | ২৮ মার্চ, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত
  সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন মারা গেছেন
  নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত
  যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ঘনিয়ে আসছে পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচন

পাইকগাছা প্রতিনিধি

আগামী ২৪ জানুয়ারি পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ এর নির্বাচন। ইতোমধ্যে যার প্রার্থী যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষটি সর্বসাধারণকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে।

প্রতিবেদনকালে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি প্রার্থীদের আচরণবিধি লংঘনের বিষয়ে নানা অভিযোগ করেন। এমনি প্রার্থীদের অনেকেই অন্য প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। তাদের অভিমত প্রতীক বরাদ্দের পর থেকেই একাধিক প্রার্থী আচারণবিধি লঙ্ঘনে মরিয়া হয়ে উঠেছে।

সরেজমিনে দেখাযায়, প্রার্থীদের প্রচারণার জন্য দেওয়ালে লাগানো পোস্টারসহ বিভিন্ন আচারণবিধির ব্যাপারে মারাত্মক উদাসীনতা। পৌর সদরের বিভিন্ন স্থানে এক প্রার্থীর নির্বাচনী পোস্টারের উপর অন্য প্রার্থীর পোস্টার লাগানো হয়েছে। নির্বাচনে বিভিন্ন নির্দেশনা থাকলেও কেউই যেন তোয়াক্কাই করছেন না।

এব্যাপারে নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থীরা জানায়, আসন্ন সমিতির নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনতিবিলম্বে আচারণবিধি লঙ্ঘনে শাস্তির আওতায় আনা প্রয়োজন। প্রার্থী যেই হোক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যত্যা যাচাই পূর্বক প্রয়োজনে প্রার্থীতা বাতিলসহ যে কোন প্রকার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠদের নিকট জোর দাবী জানান তারা।

এব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ জানান, ইতোমধ্যে একাধিক প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি মানতে উদাসীনতার ব্যাপারে কয়েকটি অভিযোগ পেয়েছের তিনি। যার ধারাবাহিকতায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অভিযুক্ত আচারণবিধি লঙ্ঘনে প্রার্থীদের কঠোর হুশিয়ারী জানিয়েছেন এ কর্মকর্তা। অন্যথায় প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ আগামী ২৪ জানুয়ারি, আসন্ন পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ এর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদেরসহ সংশ্লিষ্ঠ সকলকে আহবান জানান উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!