খুলনা, বাংলাদেশ | ২ ফাল্গুন, ১৪৩১ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
  অর্থপাচার : ৫ আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ২ হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ : বিএফআইইউ
  আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক

গোবিপ্রবিতে জাতীয় শিক্ষার্থী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইংরেজি বিভাগের আয়োজনে প্রথমবারের মতো ‘ভাষা, সাহিত্য ও সমাজের পারস্পরিক সম্পর্ক: তারুণ্যের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ‘জাতীয় শিক্ষার্থী সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় একাডেমিক ভবনের মুক্ত মঞ্চে শুরু হওয়া দিনব্যাপী এই সম্মেলনে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১৫৩ জন তরুণ স্কলার তাদের ১১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, সাহিত্যের জ্ঞান ছাড়া আমাদের জীবন অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। জীবনের মানে বুঝতে হলে, জীবনের দর্শন উপলব্ধি করতে হলে সাহিত্যের আশ্রয় নিতেই হয়। এক্ষেত্রে শেক্সপিয়ার, লর্ড বায়রন থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের আকর্ষণীয় লেখনী আমাদের কল্পনার জগতকে প্রসারিত করতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই শিক্ষা ও গবেষণা করা। তাই তরুণ স্কলারদের নিয়ে এ ধরনের আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইংরেজি বিভাগ জ্ঞান অন্বেষণের নতুন দ্বার উন্মোচন করেছে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মাসউদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বিজয় লাল বসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।

আয়োজকরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপক ও তরুণ স্কলারদের নিয়ে আয়োজিত এই সম্মেলন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা প্রজ্জ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতা এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইংরেজি বিভাগের সভাপতি ও অনুষ্ঠানের কনভেনর মো. জুবাইর আল মাহমুদের সভাপতিত্বে এবং প্রভাষক শাউলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক মো. মঈনুল ইসলাম। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কো-কনভেনর প্রভাষক লিটন চক্রবর্তী মিঠুন। শুভেচ্ছা বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!