গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরো ৭ জন।
বুধবার (০২ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া-বাঁশবাড়ীয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড় ঝনঝনিয়া গ্রামের মাহফুজুর মাতুব্বর ছেলে মারুফ হোসেন মাতুব্বর (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, মোটরসাইকেলে করে মারুফ হোসেন মাতুব্বর তার এক বন্ধুকে নিয়ে পাড় ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯ জন আহত হন।
ওসি বলেন, পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ মারা যান। সেখানে অবস্থার অবনতি হলে মারুফ হোসেন মাতুব্বরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খুলনা গেজেট/এনএম