খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬
  কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের সড়কে ঝরলো বাগেরহাটের মেধাবী শিক্ষার্থীর প্রাণ

গে‌জেট ডেস্ক

ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান শান্ত। তিনি ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মাহফুজের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। তার বাবার নাম হাফেজ মিজানুর রহমান মোল্লা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম।

বুধবার (৪ মে) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ।

তিনি বলেন, ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন মাহফুজ। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ উপ-পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, রাতে আমার ডিউটি ছিল। রাত ১১টার পর গোপালগঞ্জের গোনাপাড়া, মান্দারতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ে সংযোগ সড়ক থেকে হাইওয়েতে ওঠার সময় ঘটনাটি ঘটেছে। এতে একটি মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। একজনের নাম মাহফুজুর রহমান শান্ত অপরজনের নাম সিয়াম। এর মধ্যে মাহফুজের অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। শুনেছি হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ মারা গিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

অপরদিকে মাহফুজের মৃত্যুর খবরে শোকে হতবিহবল হয়ে পড়েছেন তার সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ মীর বলেন, মাহফুজ থাকতেন আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের ১০৩ নম্বর কক্ষে। খুবই ভালো একজন সংগঠক এবং শিক্ষার্থী ছিলেন। ৪ মে যোহরের পরে মোল্লাহাটের উদয়পুর ঈদগাহে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাহফুজ পড়াশোনার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। দায়িত্ব পালন করছিলেন ঢাকা কলেজের বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের। মৃত্যুর খবরে আমরা তার বাড়িতে ছুটে গিয়েছি। শোক প্রকাশ করার ভাষা নেই। তার মাগফেরাত কামনা করছি।

মাহফুজের মৃত্যুতে শোক প্রকাশ করেন আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসে তত্ত্বাবধায়ক ও ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান সবুজ।

তিনি বলেন, মাহফুজের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। ঈদের দিন এমন ঘটনা কাম্য নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আসলে এই শোক সহ্য করার মতো নয়। আল্লাহ মাহফুজকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!