খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গেইল-রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে কোহলিদের উড়িয়ে দিল পাঞ্জাব

ক্রীড়া প্রতিবেদক

এবারের আইপিএলে শুরু থেকে তেমন ছন্দে নেই কিংস ইলেভেন পাঞ্জাব। একের পর এক পরাজয়ের ফলে বিপর্যস্ত অবস্থা লোকেশ রাহুলদের দলটির। তবে নিজেদের আট নম্বর ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে তারা।

আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। তবে এই জয়ের পরও পয়েন্ট টেবিলের তলানিতেই থাকছে তারা। এদিন বেঙ্গালোরের ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে রাহুল এবং ক্রিস গেইলের জোড়া হাফ সেঞ্চুরিতে বড় জয় ছিনিয়ে নেয় রাহুলবাহিনী।

৪৯ বলে ৬১ রান নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাহুল। ৬ ছক্কা এবং এক চার মারেন তিনি। অপরদিকে ৪৫ বলে ৫ ছক্কা এবং এক চারের সাহায্যে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন গেইল।

ব্যাট হাতে এদিন উজ্জ্বল ছিলেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ৩ ছক্কা এবং ৪ চারে ২৫ বলে ৪৫ রানের আরেকটি ঝড়ো ইনিংস উপহার দেন ওপেনার আগারওয়াল। বেঙ্গালোরের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল।

এর আগে ম্যাচটির শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। পরবর্তীতে অধিনায়কের ৩৯ বলে ৪৮ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বেঙ্গালোর।

কোহলি ছাড়াও প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস। যেখানে ৩টি ছক্কা মেরেছেন তিনি। আর মিডল অর্ডার ব্যাটসম্যান শিভাব দুবে ২৩ এবং ওপেনার অ্যারন ফিঞ্চ ২০ রান করেন। পাঞ্জাবের হয়ে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ শামি এবং স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর: 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ১৭৩/৬ (২০ ওভার) (কোহলি ৪৮, মরিস ২৫*; শামি ২/৪৫, অশ্বিন ২/২৩)

কিংস ইলেভেন পাঞ্জাব: ১৭৭/২ (২০ ওভার) (রাহুল ৬১*, গেইল ৫৩; চাহাল ১/৩৫, মরিস ০/২২)

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!