খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল
গৃহহীনদের ঘর উপহার দিতে

রূপসায় সাড়ে ৪ একর জমি লাল পতাকায় চিহ্নিত করলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় দীর্ঘ‌দিন যাবৎ স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সাড়ে ৪ একর সরকারী খাস জ‌মি উদ্ধা‌র করেছে উপ‌জেলা প্রশাসন। আজ সোমবার ( ৪ জানুয়ারী) উপজেলা নির্বাহী অ‌ফিসা‌র নাস‌রিন আক্তা‌রের নেতৃ‌ত্বে এ অভিযান চালানো হয়।

অ‌ভিযা‌নকা‌লে রূপসাস্থ খানকা মৌজা থেকে প্রায় ২ একর ও যুগিহাটী থেকে আড়াই একর সরকারী খাস জ‌মি উদ্ধার ক‌রে লাল পতাকা টাঙ্গি‌য়ে চি‌হ্নিত করা হয়। এ সময় উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য উপ‌স্থিত ছি‌লেন।

এ প্রস‌ঙ্গে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাস‌রিন আক্তার খুলনা গেজেটকে ব‌লেন, পর্যায়ক্রমে সরকারী নি‌র্দেশনা মোতাবেক ইটভাটাসহ সকল সরকারী খাসজ‌মি দখলমুক্ত করা হ‌বে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হো‌সেন এর নি‌র্দেশনা মোতা‌বেক এ অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে। তিনি আরো বলেন, এসব জমিতে ভূমি ও গৃহহীনদের ঘর তৈরিতে ব্যবহার করা হবে।

উল্লেখ্য এর আগে ৭ ডিসেম্বর দীর্ঘ‌দিন যাবৎ ইটভাটা মালিকদের দখলে থাকা ১০ একর সরকারী খাস জ‌মি উদ্ধা‌র করেছে উপ‌জেলা প্রশাসন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!