খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: খলিলুর রহমান
  বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গালে বলের আঘাত, হাসপাতালে ভর্তি পাক-ওপেনার

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড সফরটা মোটাদাগে পাকিস্তানের ব্যর্থতার চূড়ান্ত এক নজির হাজির করেছে ক্রিকেট দুনিয়ার সামনে। দলের বড় দুই নাম মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে ছাড়া টি-টোয়েন্টি সিরিজে অন্তত ১ ম্যাচে জিতেছিল দলটি। কিন্তু ওয়ানডে সিরিজে দুই বড় তারকাকে নিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের।

সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান নেমেছিল অন্তত এক স্বান্তনার জয়ের প্রত্যাশা নিয়ে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রিজওয়ানের দল হেরেছে ৪৩ রানে। সেইসঙ্গে আবার যুক্ত হয়েছে নতুন দুশ্চিন্তা। দলের ওপেনার ইমাম-উল-হক এদিন বলের আঘাতে ভর্তি হয়েছেন হাসপাতালে।

শনিবার নিউজিল্যান্ডের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে জ্যাকব ডাফির বলে এক রান নেয়ার জন্য দৌড়ান ইমাম। বল শর্ট কাভার থেকে নন-স্ট্রাইক এন্ডে থ্রো করেন নিউজিল্যান্ড ফিল্ডার। চেয়েছিলেন ইমামকে রান আউট করতে। কিন্তু সেখানেই বিপত্তি।

ইমাম-উল-হক ততক্ষণে ২২ গজের অপর প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আর থ্রো করা বল সরাসরি লাগে ইমামের হেলমেটে। বল হেলমেটের সামনের গ্রিল দিয়ে ভিতরে ঢুকে যায়। আঘাত পেয়ে হেলমেট খুলে গালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন পাকিস্তানের এই ওপেনার। ইমামের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। মাঠে তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

এরপর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় পাকিস্তানের ওপেনারকে। কনকাশন সাব হিসাবে ব্যাট করতে নামেন উসমান খান। ইমামের চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি পাকিস্তান দলের পক্ষ থেকে। তবে নিশ্চিত হওয়া গিয়েছে, হাসপাতালে বেশকিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে তার।

৭ বলে ১ রান করে ইমামের রিটায়ার্ড হার্ট হওয়ার পর আইসিসির কনকাশন সাব নিয়মে ক্রিজে এসেছিলেন উসমান খান। ১৭ বলে তার উইলো থেকে এসেছে ১২ রান। ম্যাচটা এদিন ৪৩ রানে হেরেছে পাকিস্তান। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!