খুলনা, বাংলাদেশ | ১৬ আষাঢ়, ১৪৩১ | ৩০ জুন, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

গাজা যুদ্ধে ইসরাইলকে সাড়ে ৬ বিলিয়ন সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধে ইসরাইলকে সাড়ে ৬ বিলিয়ন সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার নিরাপত্তা সহায়তা পেয়েছে। এর প্রায় অর্ধেক সহায়তা গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর ৭ মাস পরে ২০২৪ সালের মে মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘এই সহযোগিতা প্যাকেজ একটি বিশাল ও ব্যাপক উদ্যোগ। এর থেকেই অনুমান করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের সম্পর্ক কতটা গভীর ও জটিল।

এই সহযোগিতা প্যাকেজই ছিল চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং তার প্রতিনিধি দলের সাথে কথোপকথনের বিষয়।

সূত্র : জেরুসালেম পোস্ট

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!