জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখা নেতৃত্বে গাজায় মুসলিমদের উপর নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা আয়োজিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নওয়াপাড়া স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
সভায় অধ্যাপক সরদার শরিফ হোসাইন (উপজেলা আমীর), এস এম মহিউল ইসলাম (উপজেলা সেক্রেটারি), পৌর আমির আলতাফ হোসাইন, পৌর যুব বিভাগ সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি আরিফুল ইসলাম, ৭ নং শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি এবং উপজেলা শাখা লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক শরীফ বেলালসহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা গাজায় চলমান গণহত্যার নৃশংসতায় গভীর শোক ও প্রতিবাদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা বিশ্বব্যাপী মুসলমান সম্প্রদায়ের দুর্দশা ও কষ্ট ভাগাভাগি করে, নৃশংস হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায়বিচারের আহ্বান জানান। আলোচনায় আরও বলা হয় যে, এই রকম অত্যাচার ও মানবতার বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড বিশ্ববাসীর সমবেদনা ও সক্রিয় প্রতিবাদের দাবি তুলছে।মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের শেষে ফিলিস্তিনি মুসলমানদের শান্তি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দোয়া ও মোনাজাত পাঠ করা হয়। এই ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তির আশায় একটি শক্তিশালী বার্তা হিসাবে পরিগণিত হচ্ছে।