ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে খুলনা মহানগর বিএনপি। বিএনপির মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ দিন বিকাল ৩টায় নগরীর শিববাড়ি মোড় (জিয়া হল চত্ত্বরে) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েল সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু। এই রকম ধংসযজ্ঞ চলার পরেও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি, তাদেরকে আমরা ধিক্কার জানাই।
তিনি বলেন, আজ জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবধিকার লঙ্ঘিত হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরায়েলি পণ্য পাব, সেখানেই বয়কট করবো। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান মিরাজ, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, আক্তারুজ্জামান সজীব তালুকদার, শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পি, মো. নাসির উদ্দিন, রবিউল ইসলাম রুবেল, কে এম এ জলিল, শেখ আদনান ইসলাম দ্বীপ, জামাল তালুকদার, এড. হালিমা আক্তার খানম, মো. তাজিম বিশ্বাস প্রমূখ।
ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে খুলনাবাসি, মহানগরীর অর্ন্তগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়। সভা থেকে বক্তারা বলেন বৃহস্পতিবারের সমাবেশ হবে সর্ববৃহৎ সমাবেশ। সভা থেকে বিক্ষোভ মিছিলে শৃঙ্খলা রক্ষায় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়।
খুলনা গেজেট/ টিএ