অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের নয় মাস পূর্তিতে নিজের অভিজ্ঞতা ও প্রাপ্তির কথা জানালেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
শফিকুল আলম লেখেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।’
তার এই পোস্টে উঠে এসেছে দায়িত্ব পালনকালে পাওয়া মিশ্র প্রতিক্রিয়া-সমালোচনার কষ্ট, সংশয়ের ভার এবং জনগণের অফুরন্ত ভালোবাসা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর দেশজুড়ে শুরু হয় এক নতুন অধ্যায়। গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার মাত্র তিন দিন পর, ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হন খ্যাতিমান সাংবাদিক শফিকুল আলম। তিনি দায়িত্ব গ্রহণের আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন।
নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে সামনে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা ও ভূমিকা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। এই প্রেক্ষাপটে প্রেস সচিবের ব্যক্তিগত এই খোলা মনের প্রকাশ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
খুলনা গেজেট/এএজে