খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পিছিয়ে ১৬২তম বাংলাদেশ

গে‌জেট ডেস্ক

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত এক বছরে বাংলাদেশের অবস্থান আরও ১০ ধাপ পিছিয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) করা এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৮০ দেশের মধ্যে ১৬২তম। ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।

প্রতিবেশি দেশ ভারত ১৪২ থেকে ১৫০ নম্বরে নেমে গেছে। ২০২১ সালের পরিস্থিতির তুলনায় এবার দেশটি আট ধাপ পিছিয়েছে।

রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, সামাজিক ও নিরাপত্তা, এই পাঁচটি সূচক অনুযায়ী ১৮০টি দেশকে স্কোর প্রদান করে আরএসএফ প্রতি বছর এই প্রতিবেদন তৈরি করে থাকে। পাঁচ বিষয়ের স্কোরকে গড় করে বৈশ্বিক স্কোর নির্ধারণ করা হয়।

২০২২ সালে ৩৬ দশমিক ৬৩ স্কোর নিয়ে ১৬২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২১ সালে ৫০ দশমিক ২৯ স্কোর নিয়ে ১৫২তম অবস্থানে ছিল।

আরএসএফের এবারের প্রতিবেদন দেখা গেছে, বাংলাদেশ রাজনৈতিক সূচকে ৪২ দশমিক ১২ স্কোর পেয়ে ১৪০তম, অর্থনৈতিক সূচকে ৩২ দশমিক ৪৮ স্কোর পেয়ে ১৩৮তম, আইনি সূচকে ৪৪ দশমিক ১৫ স্কোর পেয়ে ১৪৮তম, সামাজিক সূচকে ৪৮ দশমিক ৫০ স্কোর পেয়ে ১৪৯তম অবস্থানে রয়েছে। সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে নিরাপত্তা সূচকে। বাংলাদেশের নাম ১৫ দশমিক ৮৮ স্কোর পেয়ে এই সূচকে ১৭২তম দেশ হিসেবে উঠে এসেছে।

গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক এই সূচকে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে যেসব দেশ-

১৭১. সিরিয়া

১৭২. ইরাক

১৭৩. কিউবা

১৭৪. ভিয়েতনাম

১৭৫. চীন

১৭৬. মিয়ানমার

১৭৭. তুর্কমেনিস্তান

১৭৮. ইরান

১৭৯. ইরিত্রিয়া

১৮০. উত্তর কোরিয়া

গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক এই সূচকে ভালো অবস্থানে রয়েছে যেসব দেশ-

১. নরওয়ে

২. ডেনমার্ক

৩. সুইডেন

৪. এস্তোনিয়া

৫. ফিনল্যান্ড

৬. আয়ারল্যান্ড

৭. পর্তুগাল

৮. কোস্টারিকা

৯. লিথুয়ানিয়া

১০. লিচেনস্টেইন

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!