খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে প্রাণ গেল ১ জনের
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বিজয়ী হলেই প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে : বকুল

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে পুলিশী বর্বরতার শিকার হয়ে জাতীয়তাবাদে বিশ্বাসী অসংখ্য নেতাকর্মী অকালে প্রাণ হারিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে তাদের অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দিতে হবে।

খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল শুক্রবার খুলনায় অনুষ্ঠিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহীন তালুকদার এবং মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন স্মরণে খালিশপুর থানা বিএনপি এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

রকিবুল ইসলাম বকুল বলেন, দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করে একটি অবৈধ অনির্বাচিত স্বৈরশাসকের ওপর জাতিকে শাসনের ভার তুলে দিয়েছে। তাদের অপশাসন-দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি রাজনৈতিক কর্মীকে নানাভাবে নাজেহাল হতে হয়েছে।

বিকেলে খালিশপুর নিউজপ্রিন্ট মিল গেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়া। বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, রেহানা আক্তার, শেখ সাদী, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, নাজমুল হুদা চৌধুরী সাগর, একরামুল হক হেলাল, ফারুক হিল্টন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ্বাস, নিঘাত সীমা, রোবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, নিশাত জামান, কাজী মিজানুর রহমান, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, খোদাবক্স কোরাইশী কাল্লু, মশিউর রহমান খোকন, মো: জাহিদুল হোসেন, রফিকুল ইসলাম রফিক, গোলাম মোস্তফা ভূট্টো, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!