দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন।’ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সবার পক্ষ থেকে। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে। খালেদা জিয়া বলেন, ‘দেশবাসীর যে ভোটের অধিকার, তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।’
এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে বলেন, ‘আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন।’
খুলনা গেজেট/ টিএ