খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ মে) কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে সৈয়দা নার্গিস আলীকে আহবায়ক, এ্যাড: হালিমা আক্তার খানমকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মোসান্মাৎ আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, এ্যাড: জাহানারা পারভীন, মোসান্মাৎ সালমা বেগম ও শাম্মী চৌধুরী মলি।
নবগঠিত এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক।
খুলনা গেজেট/এমএনএস