খুলনা, বাংলাদেশ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ঝিনাইদহে শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
  বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৪৬১

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার, প্রধান ৩ পদে প্রার্থী ১২ নেতা

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৬ বছর পর আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন করে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ নেতা প্রার্থী হয়েছেন। নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলন শেষে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাউন্সিলর অধিবেশনে ভোটের মাধ্যমে  ৫০৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের প্রায় ১৪ বছর পর মহানগর বিএনপির কমিটি ভেঙে ২০২১ সালের ৯ ডিসেম্বর ৩সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।  ২০২২সালে ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এতে বিএনপির বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শফিকুল আলম মনাকে আহবায়ক, সাবেক মহানগর ছাত্রদল ও যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়।

দলের শীর্ষনেতারা বলছেন, আহবায়ক কমিটি নগরীর ৩৪টি ওয়ার্ড-ইউনিয়ন, ৫টি থানায় সম্মেলন শেষ করে মহানগর সম্মেলনের প্রস্তুতি শুরু করেন।  ইতিমধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ হোসেন রনিকে আহবায়ক, ডা. রফিকুল হক বাবলু, হালিমা আক্তার খানম ও অধ্যাপক সাইদুর রহমানকে সদস্য করে ৪ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবীর রিজভী এ কমিটির অনুমোদন দেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান, সভাপতি পদে এড. এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু,  সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন যথাক্রমে শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মেলনের প্রস্তুতির বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির ‘স্মরণকালের সেরা’ সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে প্রথম পর্বে সম্মেলন শুরু হবে। তারপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আতিথিবৃন্দের আসন গ্রহন, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন, উদ্বোধনী বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান বক্তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও প্রথম অধিবেশনে সভাপতির সমাপনি বক্তব্যে মধ্যে দিয়ে প্রখম অধিবেশন শেষ হবে।

বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এদিকে কাউন্সিল চলবে এবং সার্কিটহাউজের সম্মেলনস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানায়, কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০ হাজার নেতাকর্মীর সমাগম হবে খুলনা সার্কিটহাউজ মাঠে। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, সম্মেলনের সর্ববিষয়ে মনিটরিং করছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!