খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍তুহিন সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অ্যাডভোকটে শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম ‍তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কাউন্সিল অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। সাংগঠনিক সম্পাদক পদে ভোট গণণা চলছে।

কাউন্সিলে সভাপতি পদে অ্যাডভোকটে শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তরিকুল ইসলাম জহির ১৮৯ ভোট এবং সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।

সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট, নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট এবং কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।

ভোট গণনা শেষে রাত ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানের মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

এদিকে নবনির্বাচিত বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিনকে অভিনন্দন জানিয়েছেন তরিকুল ইসলাম জহির।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জয় পরাজয় বড় বিষয় না। গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য এই নির্বাচন। মহানগর বিএনপির সকল প্রকার সহযোগিতায় আমরা একসাথে পথ চলব ইনশাল্লাহ। আর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উদাত্ত আহবান থাকবে, আপনাদের বিপক্ষে রায় যারা প্রদান করেছে, তাদেরকেও সাথে নিয়ে একসাথে পথ চলবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!