খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
  চাঁদপুরের হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মৃত্যু
  নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে দল থেকে অব্যাহতি

খুলনা বার নির্বাচনে উভয় প্যানেলের প্রার্থীতা ঘোষণা, মনোনয়নপত্র জমা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী পরিষদের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। মনোনয়নপত্র কিনেছেন উভয় পরিষদের প্রার্থীরা। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ সময় এসে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে, এড. সেখ নুরুল হাসান রুবা ও সাধারণ সম্পাদক এড. মোল্লা মশিউর রহমান নান্নু। সহ- সভাপতি হলেন, এড. হালিমা আক্তার খানম ও এড. মো: মহসিন চৌধুরী। যুগ্ন- সম্পাদক পদে এড. সৈয়দ মো: এহতেশামুল হক জুয়েল, লাইব্রেরী সম্পাদক এড. জয়দেব কুমার সরদার, এবং সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এড. নুরুন নহার নজমুন নেছা। এ পরিষদের সদস্যরা হলেন, এড. এস এম আনিছুর রহমান, এড. মোল্লা হাবিবুর রহমান, এড.মো: মুজাহিদুল ইসলাম, এড. রানীমা খাতুন, এড. শাকিরা ফেরদৌস, এড. আ, ফ, ম মুস্তাকুজ্জামান, এড, জি, এম, মশিউর রহমান।

অপরদিকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এড. এস এম তারিক মাহমুদ তারা। সহ- সভাপতি পদে এড. জি এম আমান উল্লাহ ও নজরুল ইসলাম। যুগ্ন- সম্পাদক পদে এড. তমাল কান্তি ঘোষ, লাইব্রেরি সম্পাদক এড. এমএম করীর আশরাফুল আলম রাজু এবং সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এড. তামিমা লতিফা ¯িœগ্ধা। সদস্যরা হলেন, এড. নওশীন বর্ষা, এড. আব্দুস শফিক মোল্লা জনি, এড. রোমানা তানহা, এড. অশোক কুমার গোলদার, এড. সেখ মুনিরুজ্জামান মনির, এড. মেহেদী হাসান ও এড. প্রজেশ রায়।

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী নুরুল হাসান রুবা জানান, মনোনয়ন পত্র ক্রয়ের শেষ দিন আজ। এ দিনেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যায়। এর আগে পরিচয় দেওয়া শোভনীয় নয়। তবে এ পরিষদের সদস্যরা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। যদিও তারা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু করে দিয়েছেন।

অপরদিকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী এড. সাইফুল ইসলাম জানান, সকল প্রার্থী আজ সকালে তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন। মঙ্গলবার প্রার্থীরা এটা জামা দিবে । খুলনা জেলা আইনজীবী সমিতি একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। বর্তমান কমিটি আইনজীবীদের সুবিধার্থে সকল ধরণের সহযোগিতা দিয়ে এসেছে। আমাদের জয় নিশ্চিত।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!