খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সব দেশের জন্য USAID সহায়তা বন্ধ থাকলেও রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেস উইং

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে রূপসা ও ভৈরব

ক্রীড়া প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেয়া ৪টি দলের মধ্যে লিগ পর্যায়ের খেলা শেষে শীর্ষে থাকা দুই দল রূপসা রাইডার্স ও ভৈরব কিংসের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শনিবার টুর্নামেন্টের দুইটি খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় ভৈরব কিংস ৫৮ রানের ব্যবধানে শিবসা চ্যালেঞ্জার্স দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ভৈরব কিংস ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আরাফাত হোসেন অনিক ৩০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া বেল্লাল হোসেন সজল ৩৩ বলে অপরাজিত ৪৪ রান, প্রশান্ত বাছাড় ৩৪ বলে ৩৮ রান ও রকিবুল ইসলাম মতি ৯ বলে অপরাজিত ১০ রান করেন। শিবসা চ্যালেঞ্জার্স দলের হয়ে শেখ ফেরদৌস রহমান ২টি উইকেট লাভ করেন।

১৭০ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে শিবসা চ্যালেঞ্জার্স ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মো. মেহেদী হাচান ৩৩ বলে সর্বোচ্চ ৪২ রান, এজাজ আলী ৩৭ বলে ৩১ রান করেন। ভৈরব কিংস দলের বোলারদের মধ্যে প্রশান্ত বাছাড় ও রকিবুল ইসলাম মতি ১টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের আরাফাত হোসেন অনিক ২টি উইকেট ও ৫৭ রান করায় ম্যান অব দা ম্যান নির্বাচিত হন।

দিনের অপর খেলায় রূপসা রাইডার্স ৭ উইকেটে কপোতাক্ষ রয়েলস দলকে পরাজিত করে। কপোতাক্ষ রয়েলস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ করতে সক্ষম হয়। দলের পক্ষে শেখ আজিজুর রহমান তন্ময় ৫৮ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া নূর ইসলাম রকি ২৪ বলে ২৪ রান, এস এম ইয়াসীন আরাফাত (রুমী) ২৩ বলে ১২ রান করেন। বিজয়ী দলের আহমদ মুসা রঞ্জু ২টি এবং বশির হোসেন ও বিমল সাহা একটি করে উইকেট নেন।

১২১ রানের জবাবে ব্যাট করতে নেমে রূপসা রাইডার্স দল মাত্র ১৫.৩ ওভারে ১২৬ রান করে জয়ের দেখা পায়। বিজয়ী দলের পক্ষে বশির হোসেন ৪৯ বলে অপরাজিত ৭৯ করেন। এছাড়া দীলিপ কুমার বর্মন ৩৩ বলে ১৫ রান করেন। কপোতাক্ষ রয়েলস দলের মো. আসাফুর রহমান কাজল ২ ইউকেট লাভ করেন।

বিজয়ী দল রূপসা রাইডার্সের বশির হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!