খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট শুরু ২৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের এক সভা বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান এবং পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মিলন।

সভায় সর্বসম্মতিতে ক্লাবের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের নিয়ে জাকজমপূর্ণভাবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সে লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি শনিবার রাত ৮টার মধ্যে আগ্রহী ক্লাব সদস্যদের নাম অন্তর্ভুক্তির অনুরোধ জানানো হয়। এছাড়া নাম অন্তর্ভূক্ত সদস্যদের মধ্য থেকে আগামী ৫ জানুয়ারি ৪টি টিম গঠন ও ৬ তারিখ ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে নিলামের মাধ্যমে টিম বিক্রয় কার্যক্রম চলবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ আলী সনি, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, কমিটির সদস্য বাপ্পী খান, নূর ইসলাম রকি, রকিবুল ইসলাম মতি, এস এম আমিনুল ইসলাম, মো. বেল্লাল হোসেন সজল মো. হেলাল মোল্লা প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!