নগরীজুড়ে প্রস্তুতি চলছে হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজার। হেলাতলা মোড়ে পূজার উপকরণ ও প্রসাদ বিক্রি চলছে। বিভিন্ন বিদ্যাপীঠে সাদা কাপড় প্রস্তুত করা হয়েছে দিয়ে মন্ডপ। কালীবাড়ী এলাকায় বসেছে প্রতিমা বিক্রির হাট ।
কাল ও পরশু সরস্বতী পুজার আয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বিএল কলেজ, সরকারি আযম খান কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা মহাবিদ্যালয়, খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন মন্দির ও বাড়িতে প্রতিমা স্থাপন করা হয়েছে। হেলাতলা মোড়ে মুড়ি, বাতাসা, জিলাপি, খই, নানা ধরনের ফল বিক্রি হচ্ছে। এসব খাদ্য পূজার প্রসাদ।
কালিবাড়ী রোডে ৭/৮ টি স্থানে প্রতিমা বিক্রি হচ্ছে। ছোট প্রতিমার মুল্য দুইশত টাকা বড় সর্বোচ্চ দুই হাজার টাকা। ব্যাবসায়ী প্রতিপ মন্ডল জানান পয়ত্রিশ টি বড় প্রতিমা আনা হয়। বিক্রি হয়েছে ৩৩ টি।সরকারি করনেশন উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঐন্দ্রিলা বাবার সাথে প্রতিমা বিক্রির হাটে এসেছে। পছন্দের প্রতিমা পাওয়ায় হাসিখুশি তে ভরপুর সে।বাবার সাথে হেলাতলা মোড়ে এসে নানা ধরনের প্রসাদ কিনেছে।কাল সকালে দুর্গা দেবীর সামনে শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
খুলনা গেজেট/ টিএ