খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনা নগরীতে তিনজন মাদক বিক্রেতা ও সেবনকারীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দু’জনকে গ্রেপ্তার করে জেল-জরিমানা দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আজ রবিবার (০৪ অক্টোবর) অপর অভিযানে ৪৩৫পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মামলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, নগরীর বানরগাতি এলাকার কাদের খান রোডস্থ ৫/৭নং বাড়ি থেকে ৪৩৫পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। অপরদিকে ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ দু’জন মাদকসেবীকে আটক করা হয়। ইয়াবা সেবনসহ সরঞ্জামাদি রাখার দায়ে রিপন গাজী (৪০) ও সাইদুল বাশার (২৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০০টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার।

এছাড়া ৪৩৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক বিক্রেতা ফাতেমা বেগমের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদক দ্রব্যের বিস্তার ও মাদকাসক্তি রোধে জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!