খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরী সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য নিরূপনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন ডুমুরিয়ায় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক গাজী তফসির আহমেদ ও অধ্যাপক মনিরুল হক বাবুল, দাকোপ-বটিয়াঘাটায় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. তৈয়েবুর রহমান ও এসএম শামীম কবির, রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, গাজী তফসির আহমেদ ও অসিত কুমার সাহা, কয়রা-পাইকগাছায় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল।
জরুরি সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর পরিপূর্ণ সুস্থ্যতার প্রার্থনা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র শ্বাশুড়ীর মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
খুলনা গেজেট/এএজে