খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬
  কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

খুলনা জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন ২২ জানুয়ারী

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারী। এর আগে ৩০ ডিম্বেবরের মধ্যে জেলার ৫৮টি ইউনিয়ন এবং ১৫ জানুয়ারীর মধ্যে ৯ উপজেলায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ নভেম্বর) খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভার প্রধান অতিথি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন এই ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে শেখ হাসিনার নেতৃত্বে নানা অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক-অর্থনৈতিক কোন সুচকেই বাংলাদেশের অগ্রগতি এখন পৃথিবীর বিষ্ময়।

শেখ সোহেল বলেন, হায়েনার দল মনে করেছিল, বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করলেই দেশের পক্ষে কথার বলার আর কোন লোক থাকবে না। কিন্তু তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। সারা দেশে রাস্তাঘাট নির্মাণ, বিদুৎ, পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়নে দৃশ্যপট পাল্টে যাচ্ছে।

কোন ব্যক্তিতন্ত্র নয়, প্রতিটি স্তরে শেখ হাসিনার উন্নয়ন দর্শন প্রতিষ্ঠা করতে যুবলীগের সর্বোস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে শেখ সোহেল বলেন, তৃণমুল থেকে শীর্ষস্থানে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে হবে। কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু বা বিতর্কিত ব্যক্তির যুবলীগে ঠাঁই হবেনা।

টাইগার গাডেন হোটেল অডিটরিয়ামে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভপতি কামরুজ্জামান জামাল। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোয়াদ্দার, সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, অধ্যক্ষ নবী নেওয়াজ, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ, কেন্দ্রীয় নেতা কাজী সরোয়ার হোসেন, এ্যাড.নবিউজ্জামান বাবু, বাবলু রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিএম গফ্ফার হোসেন, রেজাউল করিম, চৈতি রানী বিশ্বাস, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, এবিএম কামরুজ্জামান, আসাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার,উপজেলা যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, শফিকুল ইসলাম, আনিসুর রহমান মুক্ত, গৌর পদ বাছাড়, অনুপম বিশ্বাস, শেখ মনিরুল ইসলাম, এসকে আলী ইয়াছিন, এফএম মফিজুর রহমান।

বিকেলে একই স্থানে খুলনা মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!