খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজধানীর সদরঘাটের শ্যামবাজারঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে
  বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব
  নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত

‘খুলনা গেজেট-এর পাঠকপ্রিয়তা ছড়িয়ে পড়বে দেশে-বিদেশে’

আব্দুস সালাম মূর্শেদী, এমপি

একজন জনপ্রতিনিধি হিসাবে রাজনীতিতে সক্রিয় থাকলেও, মূলত: আমি একজন শিল্প উদ্যোক্তা। তাই উদ্যোক্তা হিসাবে যে কোন নতুন উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি আশাকরি ‘খুলনা গেজেট’ অনলাইন পত্রিকাটি শুধু খুলনা অঞ্চল নয়, এর পাঠক প্রিয়তা ছড়িয়ে পড়বে দেশে-বিদেশে। সত্য-ন্যায়, রুচিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র জগতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই ‘খুলনা গেজেট’ অনলাইন পত্রিকা। আমার বিশ্বাস এই মহৎ উদ্যোগের পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করছেন, তাঁরা সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞ। তাই অভিজ্ঞদের নতুন উদ্যোগ সফল ও স্বার্থক হবে এই প্রত্যাশা করছি।

আপনারা জানেন, বর্তমান সরকার দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন করে বাংলাদেশকে আধুনিক বিশ্বের একটি রোল মডেলে পরিণত করেছেন। ঠিক তেমনি পিছিয়ে নেই আমাদের তথ্য প্রযুক্তি। দুর্বার গতিতে এগিয়ে চলছে প্রযুক্তিখাত। বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়ন দেখে অনেকের কাছেই এখন ঈর্শান্বীত। তাই তথ্য প্রযুক্তির বদৌলতেই আজ ‘খুলনা গেজেট’ অনলাইন পত্রিকার নতুন উদ্যোগ সহজেই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেশের মানুষ এখন ইন্টারনেটের মাধ্যমে তার দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারছে। আমি জানতে পেরেছি ‘খুলনা গেজেট’ অনলাইন পত্রিকার মূল্য উদ্দেশ্য বর্তমানে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারে সহযোগিতাসহ সবার আগে সঠিক এবং নির্ভুল তথ্য পাঠকের কাছে পেীঁছে দেওয়া।
আমি এই অনলাইন পত্রিকার ভবিষ্যত মঙ্গল কামনা করছি।

সংসদ সদস্য
খুলনা-৪
বাংলাদেশ জাতীয় সংসদ

 

খুলনা গেজেট / এনআইআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!