খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

খুলনা কর আইনজীবী সমিতির নেতৃত্বে গোলাম রসুল-রোকনুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

খুলনা কর আইনজীবী সমিতির নির্বাচন ২০২২-২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) খুলনা কর আইনজীবী সমিতির ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ করা হয়। ৫১৯ জন সদস্যের মধ্যে এ বছর ভোটার সংখ্যা ছিল ৪৯০ জন। ভোট কাস্ট হয়েছে ৪২২ জনের।

নির্বাচিতরা হলেন, সভাপতি জি এম গোলাম রসুল, প্রাপ্ত ভোট ২২৬। নিকটতম প্রার্থী এ বি এম মোস্তফা জামান পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোঃ রোকনুজ্জামান, প্রাপ্ত ভোট ২১৮। নিকটতম প্রার্থী এডভোকেট মোঃ সাঈদ আহম্মদ পেয়েছেন ১৯১ ভোট। এছাড়া ২২৬ ভোট পেয়ে এডভোকেট মোঃ মুজিবর রহমান এবং ২১৮ ভোট পেয়ে এডভোকেট শেখ মোঃ আমীর হামজা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৩৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার লাকী, ২৭০ ভোট পেয়ে সম্পাদক পাঠাগার নির্বাচিত হয়েছেন কে এম রোকনুজ্জামান, ২২৩ ভোট পেয়ে সম্পাদক ক্রিড়া, সাংস্কৃতি ও সাহিত্য নির্বাচিত হয়েছেন এস এম জি নেওয়াজ, ২৫৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম।

এছাড়া এডভোকেট খান মনিরুজ্জামান, এডভোকেট মোঃ নজরুল ইসলাম হাওলাদার, এডভোকেট মোঃ আমিনুর রহমান, এডভোকেট মোঃ আওরঙগজেব, এডভোকেট সাবিত্রী চক্রবর্তী, এডভোকেট সুলতান আহমাদ টুলু সদস্য নির্বাচিত হয়েছেন।
এডভোকেট আওয়াল রাজ এর নেতৃত্বে ৬ জন বিজ্ঞ আইনজীবী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!