খুলনা, বাংলাদেশ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  চুয়াডাঙ্গার নয়মাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  আজ কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

খুলনা আর্মি ইউনিভার্সিটিতে ১২ সদস্য বিশিষ্ট অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) খুলনার অ্যাকাডেমিক কাউন্সিলের প্রথম সভা বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টায় খানজাহান আলী থানাধীন শিরোমণি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিন্ডিকেট সভায় ১২ সদস্য বিশিষ্ট কমিটির রূপরেখা প্রণয়ন করা হয়।

বিএইউএসটি খুলনার উপাচার্যকে সভাপতি করে গঠিত কমিটিতে বোর্ড অফ ট্রাস্টিজ (BOT) কর্তৃক মনোনীত সদস্য হিসেবে আছেন এএসসি সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস) জাহানাবাদ সেনানিবাস, খুলনার প্রধান শিক্ষক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল নাহিদ ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল আন-নাহিয়ান। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএইউএসটি খুলনার সিই বিভাগের অধ্যাপক ড. নাদিম রেজা খন্দকার, এমই বিভাগের অধ্যাপক ড. খন্দকার আফতাব হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড.বাসুদেব চন্দ্র ঘোষ, ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশন মেজর মো. মোকাররম আহমেদ, সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান রানা, গনিত বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ ওয়ালীউল্লাহ ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম।

এছাড়াও সদস্য সচিব হিসেবে আছেন বিএইউএসটি খুলনা ভারপ্রাপ্ত রেজিস্টার।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!