খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খুলনায় ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

 নিজস্ব প্রতিবেদক

খুলনা সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ফেসবুক কুরআন প্রতিযোগিতার ৭ম পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান।

খুলনা সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, রিহ্যাব সভাপতি রোটারিয়ান শেখ আবেদ আলী, খুলনার দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ আনোয়ার হুসাইন প্রমুখ বক্তৃতা করেন। এতে প্রধান অলোচক ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোনাওয়ার হোসাইন আল মদানী।

অতিথিরা বলেন, অন্যান্য সোস্যাল মিডিয়ার পাশাপাশি ফেসবুক মিডিয়া কম শক্তিশালী নয়। বাংলাদেশসহ সারাবিশে^ কমবেশি সকল মানুষই সোস্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। শিক্ষামূলক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সোস্যাল মিডিয়া বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা আরও বলেন, ফেসবুক কুরআন প্রতিযোগিতা এটি মহৎ উদ্যোগ। কুরআন শুধু তেলওয়াত করলেই হবে না, এর অর্থ বুঝতে হবে পাশাপাশি সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। মানুষ কুরআন অনুযায়ী চললে সমাজে হানাহানি থাকবে না।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এই প্রতিযোগিতায় সারাদেশের প্রায় সাড়ে তিনশত প্রতিযোগী অংশ গ্রহণ করে। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!