খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

খুলনায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ ১৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ বাতিল, অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৪ আগস্ট বেলা ১১টায় কেসিসি সুপার মার্কেট থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ, খুলনা মহানগর শাখা এর আয়োজক। নবগঠিত জোটের খুলনায় এই প্রথম কর্মসূচি।

শনিবার বিকেল ৫টায় স্থানীয় শহীদ হাদিস পার্কে নয়া জোটের খুলনা নগর শাখার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর শাখার সভাপতি লোকমান হাকিম বৈঠকে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য খন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ, গণসংহতি আন্দোলনের খুলনা নগর শাখার সভাপতি মনির চৌধুরী সোহেল ও ছাত্র আন্দোলনের আল-আমিন বক্তৃতা করেন।

সভায় বলা হয়, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে জন-জীবনে নাভিশ্বাস উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। শনিবার থেকে যানবাহনের ভাড়া বাড়ায় নগর জীবনে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে। পাশাপাশি খুলনা ওয়াশার পানির মূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে দুর্ভোগ নেমে এসেছে।

সরকারের মেঘা প্রকল্পে দুর্নীতি, প্রতিবছর বিদেশে লক্ষ-কোটি টাকা পাঁচার, ঋণ খেলাপীর পরিমাণ বৃদ্ধি ও ডলারের মূল্য বাড়ায় সমাজের সকল স্তরে নৈরাজ্যের সৃৃষ্টি হয়েছে। এ অবস্থার অবসানে নেতৃবৃন্দ সরকারের পদত্যাগের দাবিতে সকলকে রাজপথে নামার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারি পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নয়া রাজনৈতিক জোট হিসেবে গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!