করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসীর আরাফাত (৩৭) এর মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর পৌনে ৪টায় নুরনগরে করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়। খুলনায় এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪৭ জন।
করোনা হাসপাতাল সূত্রে জানারযায়, নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোডের বাসিন্দা মোঃ সামসুল বারির পুত্র নগর যুবদল নেতা মোঃ ইয়াসীর আরাফাত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। গতকাল ১১ জলাই খুলনা মেডিকেল কলেজের ফ্লু কর্ণারে চিকিৎসাধীন অবস্থায় তার রিপোর্ট পজেটিভ আসলে বিকাল সাড়ে ৪টায় তাকে নুরনগরে করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে চারটায় তার মৃত্য হয়। এ মৃত্যুর পর করোনা হাসপাতালে ৬১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।
খুলনা গেজেট/বশির