খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬
  কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

খুলনায় আইএমইডি সচিবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

দিঘলিয়া প্রতিনিধি

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব আবু হেনা মোরশেদ জামান আজ শুক্রবার (২৬ নভেম্বর) খুলনায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৯ টায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ’ শীর্ষক প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০ টায় তিনি সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘খুলনা চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশের ময়লাপোতা মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১১ টায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘খুলনা বিভাগীয় কমিশনারের নতুন ভবন ও অডিটোরিয়াম নির্মাণ’  শীর্ষক প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন।

প্রকল্পগুলো পরিদর্শনকালে তাঁর সংগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিটিইউ এর ডিজি, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, পিডব্লিউডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-সহকারী প্রকৌশলী এইচ এম শোয়েব আলী। চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান এন্ড মাহাবুব ব্রাদার্স প্রাঃ লিঃ এর চীফ ইঞ্জিঃ মোঃ হেদায়েতউল্লাহ, প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিঃ মোঃ আশরাফ আলী প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!