খুলনায় সাংবাদিক এস এম জাহিদুল ইসলাম সাগরকে (৪২) হত্যার হুমকি দিয়েছে স্থানীয় যুবলীগের ক্যাডার। শনিবার (১ মার্চ) বিকেলে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন সাংবাদিক সাগর। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
সাগর জিডিতে উল্লেখ করেন, ১৮৮ বিকে মেইন রোডে আমার মায়ের এক কাটা পরিমান জমি রয়েছে, যার বি আর এস নং ২৫-২৫৬৫০ খতিয়ানের বি আর এস ২৬৫০৪ দাগে জমির পরিমান ০.০২২১০। ওই জমিতে ইব্রাহীম আহমেদ তপু এবং বদির আহমেদ গত ১৮ বছর ধরে অবৈধভাবে বসবাস করছে। আমি ও আমার পরিবারের সদস্যরা জমি ফেরত চাইতে গেলে তারা প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের ভয়-ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন। এ ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় প্রত্রিকায় প্রতিবেদন হলে তারা আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়।
সাগর আরও জানায়, তারা আমাকে শায়েস্তা করার জন্য সুযোগ খুঁজছে। এদের মধ্যে ইব্রাহীম আহমেদ তপু আওয়ামী সহযোগী সংগঠন যুবলীগের ২৭ নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক। সে আমাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছে।
২৮ ফেব্রুয়ারি রাতে দোলখোলা শিতলাবাড়ী মন্দিরের পেছনের রাস্তায় আমাকে একা পেয়ে জীবনে মেরে ফেলার হুমকি দেয়। এ অবস্থায় আমি চরমভাবে নিরাপত্তা হীনতায় ভুগতেছি।
খুলনা গেজেট/এএজে